ইকবালের মৃত্যুর ঘটনায় সোনারগাঁ থানায় ১৭(১০)২৪ নম্বর) হত্যা মামলা দায়ের করে হেফাজত কর্মী শাহজাহান শিবলী। ওই মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য, তৎকালীন জেলা পুলিশ সুপারসহ ১২৮ জনকে আসামি করা হয়। আর এই মামলার ২৯ নম্বর আসামি নিয়াজ উদ্দিন।
নির্ভরশীল অপর একটি সূত্র জানান, বিকেএমইএ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের কাছ থেকে চাঁদাবাজি করে আবার ফেরত দেয়ার সেই চিহ্নিত রাজনৈতিক দলের নাম ব্যবহারকারী অপরাধী চক্রই এই আসামীকে গ্রেফতার করায় আবার তারাই গোপনে ২০ লাখ টাকা নিয়ে ভাগাভাগি করে রিয়াজকে ছেড়ে দিতেও সকল কর্মকাণ্ড চালায় এ চিহ্নিতরা।
এ বিষয়ে জানতে মামলার বাদী মো. শাহজাহান শিবলী বলেন, `আমি খবরটি জানতে পেরেছি । এ বিষয়ে অবশ্যই আমি স্বরাস্ট্র মন্ত্রণালয়, আইজিপি মহোদয় এবং ডিআইজি মহোদয়কে অবহিত করে অভিযোগ দিবো।‘
এমন ঘটনায় জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘এমন বিষয় আমার জানা নেই। এই বিষয়ে খোঁজ খবর করা হবে।