গতকাল (বৃহস্পতিবার) থেকে ওসমানী পৌর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বাফুফে একাডেমী কাপ ফুটবল চ্যাম্পিয়ণশিপ ২০২৩-২৪ এর আঞ্চলিক পর্বের খেলা শুরু হয়েছে। বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে এ
চ্যাম্পিয়ণশিপের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ শহীহ হোসেন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মহিদ উদ্দিন মেরাজ,বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোজাম্মেল হক তালুকদার, জেলা ফুটবল এসোসিয়েশনের সহসভাপতি মেহেবুবুল হক তালুকদার টগর,টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোস্তফা কায়ছার, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মোঃ জসিম উদ্দিন,জাকির হোসেন শাহিন,মোঃ রেজাউল করিম
লিটন ও মাহমুদ হোসেন সুজন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. রকিবুল ইসলাম শ্যামল,ফিরোজ মাহমুদ সামা সহ সাবেক ফুটবলারগণ। দিনের প্রথম খেলায় বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমী ৫-১ গোলে টিম জিকেএসপিকে পরাজিত করেছে। দলের পক্ষে গোল করেছেন সিজন হ্যাটটিক সহ- ৩ টি,সিয়াম-১,হোসেন -১। টিম জিকেএসপির পক্ষে ১ গোল শোধ করেন পারভেজ। বিকালের খেলায় সিরাজদৌল্লা ক্লাব ফুটবল একাডেমী ৮- ০ গোলে রেইনবো এ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করেছে। বিজয়ী দলের আব্দুল্লাহ ফাহিম হ্যাটটিক সহ- ৪টি নওশাদ- ২টি এবং মুহিন ও সামির – ১টি করে গোল করেন। আজকের খেলা-ব্রাদার্স ইউনিয়ণ ফুটবল একাডেমী ও গ্রীণ ওয়েলফেয়ার সেন্টার ওসমানী পৌর স্টেডিয়াম-বিকাল