জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগরিক দল গঠন করবো। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়া শেষে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।
আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ। আন্দোলনের অংশীজন ছাত্র-জনতার সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। খুব শিগগির রাজনৈতিক দল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে।
স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা ৮ টি সমস্যার উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। নারায়ণগঞ্জ শহরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়া শহীদ পরিবারগুলো মামলা জনিত হয়রানির শিকার হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেয়।’
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিব প্রমুখ।