ফের পেছানো হতে পারে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বিভিন্ন অভিযোগের কারণে এর আগে আরও একবার এ সম্মেলনের তারিখ পেছানো হয়। জানা গেছে, আগামী ৪ ফেব্রুয়ারী এ সম্মেলনের তারিখ পূর্ননির্ধারণ করা হয়েছে। এর আগে গেলো ২০ ডিসেম্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নানা অভিযোগের কারণে ওই সম্মেলনের তারিখ বাতিলা করা হয়। বুধবার (১ ফেব্রুয়ারী) আওয়ামী লীগের একাধিক নেতাদের বিস্তস্ত্যসূত্রে এ তথ্য নিশ্চিত করেন। তারা জানান, আগামী ৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন কিন্তু আবারও পূর্ননির্ধারণ করা কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল তারিখ পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে। এর আগেও গেলো ২০ ডিসেম্বর কাউন্সিল হওয়ার কথা থাকলেও বিভিন্ন অভিযোগের কারণে তারিখ বাতিল করা হয়। তবে এবারও প্রবীন নেতাদের কাউন্সিল তালিকা থেকে বাদ দেয়া এবং প্রার্থীদের ভেনু নির্ধারণ নিয়ে নানা অভিযোগের কারণে ৪ ফেব্রুয়ারীর কাউন্সিল বাতিল হতে পারে বলে জানান।
কাউন্সিল তারিখ পরিবর্তনের বিষয়ে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোঃ আমির হোসেন জানান, ৪ তারিখে কাউন্সিল হওয়ার কথা কিন্তু আমাদের বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ অসুস্থ্য হয়ে পড়েছে। তবে কাউন্সিল তারিখ পরিবর্তন হবে কি না আমার জানা নেই।
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আক্তার হোসেন জানান, তারিখ পরিবর্তন হবে কি না আমার কাছে এমন কোন খবর আসেনি। ভেনু নির্ধারনের বিষয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলতে পারবে। কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ও ভেনুর বিষয় বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ ও সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেনি।