বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বেলা সাড়ে ১২ টায় সরকারী নারায়ণগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদেক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের কল্যাণে রাজনীতি করছেন। আপনারা লক্ষ্য করে থাকবেন, যেখানেই কোন দূর্ঘটনা ঘটছে বা সমস্যা হচ্ছে তিনি সেখানে যোগাযোগ করছেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করছেন। আমরাও চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদের পাশে থাকার। কোন অন্যায়কারী কখনো পার পায় নি আর পাবেওনা। আমাদের নেতা প্রতিটি ব্যাপারে দৃষ্টি রাখছেন। আমরা এখনো পর্যন্ত ক্ষমতার মসনদে আসতে পারিনি। আমাদের নির্বাচন চাওয়ার কারন হচ্ছে সাধারণ মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা। যখন কোন দল নির্বাচনে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে তখন তার দেশের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে এবং তাদেরকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশে তিনটি নির্বাচন করেছে ভোট বিহীন, রাতের ভোট এবং দেশে গুন্ডাতন্ত্র চালু করেছিলো। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চরম মাত্রায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছিলো। শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম সহ তাদের দোসররা যে সন্ত্রাসী কর্মকান্ড করেছিলো, বিএনপি ক্ষমতায় আসলে কেউ পারবেনা। প্রশাসনের কাছে আহ্বান করবো, ফ্যাসিষ্টদের দোসর যারা এখনো ধরাছোয়ার বাইরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি আমাদের কোন নেতাকর্মী আওয়ামী দোসরদের দলে স্থান দেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আব্দুল মোনায়েম মুন্না আরও বলেন, আমাদের রাজনীতি জনগণের জন্য এবং কাজও করতে হবে জনগণের জন্য। মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি করা যাবেনা। পুরাতন রাজনীতি থেকে আমাদেরকে বের করে আনছেন আমাদের নেতা তারেক রহমান। তিনি ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছেন, আমাদেরকে মানবিক হতে বলেছেন, সৌম্য এবং মানবিক সমাজ বিনির্মানের জন্য আমাদের কি করনীয় সেটা নিয়েই আমরা কাজ করছি। আমরা গতানুগতিক রাজনীতির বাইরে কাজ করতে চাই।
বক্তব্য শেষে উপস্থিত অসহায় ও দরিদ্রদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, ঢাকা দক্ষিন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।