নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় অধ্যাপক মামুন মাহমুদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণ সংবর্ধনা জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে ২নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের এই দেশ, গত ১৫ বছরে ফ্যাসিষ্ট সরকারের মারাত্মক আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে এই জনপদ। বাংলাদেশকে বিনির্মানের লগ্নে হয়তো আগামী দিনে একটি নির্বাচনের স্বপ্ন আপনারা দেখছেন। সেই স্বপ্ন পূরণে আমরা শত মামলা হামলার শিকার হয়েও রাজপথে থেকেছি। আমরা আপনাদের অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থেকেছি। কোন লোভ লালসার জন্য নয় আদর্শিক কারনে, আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি।
একটি গোষ্ঠী নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেছে। এই নারায়ণগঞ্জকে মানুষ চিনতো সন্ত্রাসী আর অশান্তির জনপদ হিসেবে। এখানে সাত খুন, তিন খুন হয়, ত্বকি হত্যা হয়। চঞ্চল, মিঠুর মত সাধারণ মানুষ খুন হয় কিন্তু কোন বিচার হয় না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে ন্যায়ের সুশাসন, বিচার প্রতিষ্ঠিত হবে, সকল অন্যায় অত্যাচার দূরিভূত হবে। সেই স্বপ্নকে সাথে নিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে আপনাদের দোড়গোড়ায় পৌছাতে চাই। তারেক রহমান যে স্বপ্ন দেখিয়েছেন সেটা বাস্তবায়নে আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করতে চাই।
তিনি আরও বলেন, আমাদের নেতা বলেছেন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সাথে থাকুন। অথচ গত ১৫ বছর কি দেখেছি যে সরকার ছিলো সেটা জনগণের সরকার ছিলোনা। তারা জনগণের ভোটে নির্বাচিত হয় নি। তারা ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র আর একনায়কতন্ত্র কায়েম করার জন্য একটি গোষ্ঠীতন্ত্র কায়েম করেছিলো। বিগত ১৫ বছর আপনারা বাড়িতে ঘুমাতে পারেন নি। মিথ্যা মামলা, হুমকি-ধমকি দিয়েছে আর কোন মানুষের বাক স্বাধীনতা ছিলোনা। আমরা সেখান থেকে শিক্ষা নিয়েছি, জনগণকে সঙ্গে রেখেছি। অথচ তারা ছাত্র-জনতার আন্দোলনে বিতাড়িত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আমি প্রতিটি নেতাকর্মীকে বলবো সেখান থেকে আপনারা শিক্ষা নিন, জনগণকে সাথে রাখুন। আমরা পালিয়ে যেতে চাই না। যে দায়িত্ব পেয়েছি সেটা কোন মজা বা ভোগের অথবা ক্ষমতা দখলের বিষয় নয়। এটা কঠিন দায়িত্ব। আপনারা যেভাবে আমাকে দেখতে চান আমি সেভাবেই পরিচালিত হবো ইনশাআল্লাহ। তাই আগামী দিনে সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন শেখ, মাসুম প্রধান, জাসাস মহানগরের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, খোরশেদ আলম, রিয়াজুল ইসলাম রিয়াজ, মহিলা দলের সাবেক সভানেত্রী মোসলেহা কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।