বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এর পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই।
এসময় উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহিদ বাদল, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সাবেক এমপি এড. হোসনে আরা বাবলী, আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল্লাহ মিয়া, সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী (বীরু) সহ অন্যান্য নেতৃবৃন্দ।