নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট, নৌ-ডাকাত, তেল চোরদের ডন ব্লাক জনি ও তার ৪ সহযোগিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে ।
বুধবার (৩ মে) দুপুরে ডিবি উপ-পরির্দশক এ এইচ এম কামরুজ্জামান বাদী হয়ে ডাকাতি প্রস্থুতি মামলা দিয়ে তাদের আদালতে পাঠায়।
এর আগে বন্দর থানাধীন নরপদী মোল্লাা বাড়ী আতিকের পরিত্যক্ত ডর্ক ইয়াড থেকে তাদের গ্রেফতার করা হয়েছে ।
এসময় তাদের হেফাজত থেকে ৫ টি ধারালো অস্ত্র ১ টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে ।
গ্রেফতারকৃতরা হলেন, ব্লাক জনি বন্দর থানার সুচীতা বোন এলাকার আমান উল্লার ছেলে, মো: হাবিবুর রহমান সুজন (৩৮) সোনারগা থানার এলাহীনগর এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে, মো: মুকবুল হোসেন (৪২) একই থানা এলাকার মৃত হযরত আলীর ছেলে মো: আল আমিন (৩৮) সোনারগা এলাহীনগর এলাকার আব্দুর রহিমের ছেরে ও মো: শুভ বন্দর হাজরাদী এলাকার সাইফুলের ছেলে ।
এলাকাবাসি জানান, ব্লাক জনি দীর্ঘ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ও বন্দর এলাকার গডফাদের সাথে সখ্যতা গড়ে মাদক বিক্রি ও সন্ত্রাসী কর্মকান্ড চালাত । বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরে জামিনে বেড়িয়ে আস্তানা গড়ে তুলে বন্দর কলাগাছিয়া নরপদী এলাকায়। এলাকায় চাদাবাজি লুটতরাজ মাদক বিক্রি শুরু করে । কেই বাধাঁ দিলে তাকে মারধর করে । ভয়ভীতি দেখানো হয় ।
৭নং ওয়ার্ডের মেম্বর মহসীন জানান, কয়েক দিন আগে তার কাছে ১ লাখ টাকা চাদাদাবি করে । এ ঘটনায় তিনি বন্দ থানার একটি জিডি দায়ের করে ব্লাক জনির বিরুদ্ধে । তার পর থেকে তিনি আতংকে দিন যাপন করছে ।
ডিবি উপ-পরির্দশক এ এইচ এম কামরুজ্জামান, ব্লাক জনি চিহিৃত মাদক ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে। গত মঙ্গলবার রাতে বন্দর থানাধীন নরপদী মোল্লা বাড়ী আতিকের পরিত্যক্ত ডর্ক ইয়াড থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে ৫ টি ধারালো অস্ত্র ১ টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।