বন্দর প্রতিনিধি : বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় নাঈম (১৭) নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় স্থানীয় জনতা কিশোর গ্যাং এর ৫ সদস্যকে আটক করে বন্দর ফাঁড়ী পুলিশে সোর্পদ করেছে। আটককৃত হামলাকারিরা হলো বন্দর থানার শাহীমসজিদ এলাকার আলি মিয়ার সন্ত্রাসী ছেলে রাসেল ওরফে জুম্মান (২১) ছালেহনগর এলাকার নূরজ্জামান মিয়ার ছেলে নাঈম (২০) বন্দর রেললাইন এলাকার আহসান উল্ল্যাহ মিয়ার ছেলে রিয়াদ (১৬) বন্দর শাহীমসজিদ এলাকার মোস্তফা মিয়ার ছেলে রাজন (১৭) ও বন্দর রাজবাড়ি এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে ইয়াছিন আরাফাত (১৭)। স্থানীয়রা আহত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত যুবকের খালা রীনা বেগম বাদী হয়ে গত শনিবার (২৭ জানুয়ারী) রাতে আটককৃত হামলাকারি কিশোর গ্যাং ৫ সদস্যসহ ৯ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলানং- ২৩(১)২৪। গ্রেপ্তারকৃত হামলাকারিদের রোববার (২৮ জানুয়ারী) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় বন্দর আমিন আবাসিক এলাকার জনৈক আমজাদ মিয়ার বিল্ডিংয়ের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানিয়েছে, আটককৃত ৫ হামলাকারি বহিরাগত। তাদের অত্যাচারে বন্দর আমিন, রুপালীসহ আশে পাশের এলাকাবাসী চরম ভাবে অতিষ্ঠ। প্রায় সময় বহিরাগত সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং গ্রুপ দীর্ঘ দিন ধরে আমিন আবাসিক এলাকায় এসে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।