নারায়ণগঞ্জ আপডেট : নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের লিডার কাটা সিফাত ও সোহাগ উভয় পক্ষের সংঘর্ষে ভাঙচুর করা হয়েছে। এসময় আহত হয়েছে বেশকয়েকজন।
বুধবার ১৯ জুন রাত ৮ টার দিকে শাহি মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, শাহি মসজিদ এলাকার সিফাত ও নুরবাগ এলাকার সোহাগের সাথে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল রাত থেকেই সংঘর্ষ চলছে। সিফাতের নেতৃত্বে গতকাল রাত ১১ টার দিকে কয়েকশ লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বউ বাজার থেকে শাহি মসজিদ মোড় পর্যন্ত মহড়া দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে রাত আড়াই টার দিকে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানায়, গতকালের সংঘর্ষের রেশ ধরেই আজকেও উভয় পক্ষের সংঘর্ষে দোকানপাট ভাঙচুর করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এইচ এম মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তিনি গণমাধ্যমকে বলেন, সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।