নাসিক ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস হামলা ভাংচুর ও বোমা বিস্ফোরণের মামলায় ছাত্রদল-স্বেচ্ছাসেবকদলের তিন নেতাকর্মীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
নেতাকর্মীরা সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিম নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিন নামঞ্জুর হওয়ায় তিনজন হলো, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য জিপু, ২৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আফজাল, বন্দর বন্দর স্বেচ্ছাসেবকদলের নেতা টুটুল অর্ক।
জানাযায়, গত বছর ১৮ নভেম্বর নারায়ণগঞ্জের বন্দরে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে নাসিক ২৩নং ওয়ার্ডের বন্দরের কাবিলের মোড় এলাকার স্থানীয় আওয়ামী লীগ অফিসে হামলা ভাংচুর ও বোমা বিস্ফোরণ ঘটানোর মামলায় বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর থানা বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ, আলহাজ¦ হান্নান সরকার, হাবিবুর রহমান দুলাল ও নাজমুল হক রানাসহ ২৪ জন এজাহারভূক্ত ও অজ্ঞাত নামা ২৫/৩০ জন বিএনপি নেতাকর্মীদের নামে মামলা করেন।
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে তিন আসামী নিম্ন আদালতে জামিনের প্রার্থণা করলে বিজ্ঞ বিচারক তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দেন।