ডেস্ক রিপোর্ট: বন্দরে ইয়ামিন খন্দকার নামে এক ব্যবসায়ীর কাছ থেক ১৫ লাখ টাকা দাবি করে প্রতিষ্ঠানে চিরকুট দিয়েছে অজ্ঞাত ব্যক্তির দল।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন ময়মনসিংপট্রি তার ডকইয়ার্ডের গেটে এ চিরকুট পাওয়া গেলে শুক্রবার ১১ অক্টোবর বন্দর থানা একটি সাধারণ ডায়েরী করেন ব্যবসায়ী ইয়ামিন খন্দকার।
ওই চিরকুটে লেখা আছে, ‘খন্দকার সাবেহ কেমন আছেন, চারদিক অনেক কাজ কর্ম ধরেছেন আপনি, বর্তমানে বেশ ভালো পরিমান টাকা মালিক হয়েছেন। এখন আমাদেরকে কিছু টাকা পয়সা দেন ভাই আমরাও চলি। আপনি অবশ্যই ১৫ লাখ টাকা ব্যবস্থা করিয়া রাখবেন। আমি আমার লোক পাঠাবো টাকা নেওয়ার জন্য। আপনি অন্য কোন ব্যবস্থায় যাবেন না আগেই বলে রাখি। তাহলে আপনার অবস্থা খারাপ হইয়া যাবে। বর্তমানে আইন শৃঙ্খলা বাহীনিও নাই যে, আপনাকে আমাদের হাত থেকে বাচাবে। অতএত, সাবধান থাকবেন আপনি টাকার ব্যবস্থা করে রাখবেন। আমরা যে কোন মূহুর্তে যে কোন সময় লোক পাঠাবো। টাকাটা তার হাতে তুলে দেবেন। কোন ধরনের চালাকির ব্যবস্থা করবেন না। বর্তমান ক্ষমতায় আমরা আছি। অতএব, সাবধান যদি চালাকি করেন যে কোন জায়গা হইতে আপনাকে গুম করিয়া ফেলা হবে”।
ভুক্তভোগী ইয়ামিন খন্দকার জানান, গত বৃহস্পতিবার ডকইয়ার্ডের ম্যানাজার মোস্তফা কাগটি পেয়ে আমাকে দেয়। পরে চিরকুটে ১৫ লাখ টাকা দাবি করেছে। তবে চিরকুটে কোন যোগাযোগের ঠিকানা বা মোবাইল নাম্বার না দিয়ে প্রতিষ্ঠানের গেটের ভিতরে রেখে যান। কে বা কারা এরকম করছে তা আমার জানা নেই। বর্তমানে আমি হুমকির মুখে আতংকের মধ্যে আছি।