বন্দর প্রতিনিধি: বন্দরে শান্তা ইসলাম (২২) নামে এক গৃহবধূর জুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় বন্দর থানার ৭/১ কদম রসুলস্থ আফতাব উদ্দিন মিয়ার ভাড়াটিয়া ঘর থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে র্মগে প্রেরণ করে। নিহত গৃহবধূ শান্তা ইসলাম বন্দর থানার একরামপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে পাষান্ড স্বামী আরিফ চৌধূরী পলাতক রয়েছে। এর আগে সোমবার (৮ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪ টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত ভাড়াটিয়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্খ প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত গৃহবধূর স্বজনদের দাবি, পারিবারিক কলহের জের ধরে যৌতুক লোভী পাষান্ড স্বামী কথিত ছাত্রলীগ নেতা আরিফ চৌধূরী শান্তা ইসলামকে পরিকল্পিত ভাবে হত্যা পর লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা চালায়।
এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।