বন্দর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক এবং সাবেক সংসদ সদস্য হাজী জালাল উদ্দিন আহাম্মেদের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি বাদ আসর বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন যুবরাজ মাকেটে তাঁর নিজস্ব কার্যালয়ে বন্দর থানা অটো রিকশা ও সিএনজি শ্রমিক কমিটির সভাপতি মোঃ পাপ্পু আহমেদের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম জালাল হাজীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ সাবেক এমপি এডভোকেট আবুল কালাম ও তাঁর ছেলে আবুল কাউছার আশার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত পরিচালনা করে মুফতি আবু সুফিয়ান আল কাদেরী।
দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেদ সদস্য সচিব ও বন্দর থানা অটো রিকশা ও সিএনজি শ্রমিক কমিটির সভাপতি মোঃ পাপ্পু আহমেদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা রনি, মেহেদী হাসান, সাবেক সদস্য বাবু সিকদার, নান্টু, থানা কমিটির সদস্য হাসান সামিউজ্জামান সৈকত, নাছির উদ্দিন রিয়াদ, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল, স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ জামাল, জাকির হোসেন, মনু।
এছাড়াও উপস্থিত ছিলেন সিএনজি মালিক কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন ডালিম সিকদার, সাংগঠনিক সম্পাদক শাকিল মিয়া, বন্দর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অজিত দাস, শ্রমিক কমিটির সহ-সভাপতি রানা, যুগ্ম সম্পাদক আনোয়ার মোল্লা ও অটো স্ট্যান্ডের নেতা জাকির হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।