নিজস্ব প্রতিবেদক,
বন্দরে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ গভীর রাতে ব্রম্মপুত্র নদীতে মাছ ধরার সময় ডাকাত সন্দেহে ৮ যুবককে আটক করার খবর পাওয়া গেছে।
পুলিশ আটককৃতদের যাচাই বাছাই পর বুধবার (৫ জুলাই) দুপুরে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার (৪ জুলাই) রাতে বন্দর উপজেলার সাবদী এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো বন্দর রুপালী আবাসিক এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে রাকিব (৩১) বন্দর বাড়ৈইপাড়া এলাকার খোরশেদ আলম মিয়ার ছেলে রুবেল (৩২) একই এলাকার ওয়াহিদুজ্জামান মিয়ার ছেলে মামুন (৩৫) একই এলাকার আলমাছ মিয়ার ছেলে বাপ্পি (৩০) বন্দর রুপারী আবাসিক এলাকার আব্দুল হক মিয়ার ছেলে নাজমুল হক বাবু (৩০) বন্দর বাড়ৈপাড়া এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে কবির হোসেন (৩০) ও সোনারগাঁ থানার নবীনগর এলাকার আক্কারুজ্জামান তালকদারের ছেলে নাইমুজ্জামান ইফাদ (৩০)।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক জানান, গত জুন মাসে বন্দরে সাবদী ও দিঘলদী এলাকায় পৃথক ২টি ডাকাতি ঘটনা ঘটে। ডাকাত দমাতে পুলিশ বেশ তৎপর। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার মদনগঞ্জ ফাঁড়ী টহল পুলিশ সাবদী ব্রম্মপুত্র নদীতে মাছ ধরার সময় ডাকাত সন্দেহ ৮ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
পরে বুধবার দুপুরে আটককৃতদের যাচাই বাছাই করে মুচলেকা নিয়ে আটককৃতদের অভিবাবকদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।