বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা বলেছেন, আমাদের সমাজে কিছু শত্রু আছে যারা চিহিৃত, আর কিছু শত্রু আছে খালি চোঁখে দেখা যায় না। যে শত্রুতাটা দেখা যায় সেই শত্রুর বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি, নিজেদের বাঁচাতে পারি। কিছু শত্রু আছে আমরা দেখতে পারি না আর যুদ্ধও করতে পারি না, সেই শত্রুটা হলো মাদক। মাদকের বিরুদ্ধে আমাদের স্বোচ্চার থাকতে হবে, মাদকের বিরুদ্ধে তরুণ সমাজটাকে আমাদের বাঁচাতে হবে।
শনিবার ১৫ ফেব্রুয়ারি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জিইএনজে প্রীতি ডিগবল র্টুনামন্টেরে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাদকের হাত থেকে আমাদের ছেলেদের বাঁচাতে হলে সর্বপ্রথম ছেলেদের খেলার মাঠে রাখতে হবে। যখন আমাদের ছেলেরা মাঠে থাকবে খেলাধুলায় ব্যস্ত থাকবে সেই ছেলে গুলো মাদকের দিকে যাবে না।
এলাকার মুরুব্বীদের উদ্দেশ্য করে আশা আরও বলেন, এলাকায় মাঠের স্বল্পতা রয়েছে, খেলার জন্য মাঠের ব্যবস্থা করে দিতে হবে। আগে আমাদের যে পরিমাণ মাঠ ছিল এখন কিন্তু সে পরিমাণ মাঠ নেই। আন্দোলন হতে হবে খেলার মাঠের জন্য, আমার ভুমি দখলের জন্য আন্দোলন করি, মারামারি করি। আসেন আমরা সবাই মিলে খেলার মাঠের জন্য আন্দোলন করি।
বিশিষ্ট সমাজ সেবক জামান খা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামান মেম্বার, ৩নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব, বন্দর থানা অটো ও সিএনজি শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, শান্তিনগর নৌযান শ্রমকি কমটিরি উপদষ্টো মাকসুদুল রহমান জুয়লে, বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন, জাকির ও শাহাদাৎ। খেলার পরে বিজয়ী কল্যান্দি নয়ানগর টিমের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।