বন্দর প্রতিনিধি: বন্দরে ডেভিল হান্ট অভিযানে থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদকসহ ২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত ইউনুস বেপারী ছেলে বন্দর থানা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন (৫৮) ও বন্দর উইলসন রোড রেলী আবাসিক এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে যুবলীগ নেতা উজ্জ্বল (৩৮)। গ্রেপ্তারকৃতদের মধ্যে যুবলীগ নেতা উজ্জ্বলকে বৃহস্পতিবার (১লা মে) দুপুরে বন্দর থানার দায়েরকৃত একটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। অপরধৃত বন্দর থানা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন থানা হাজতে আটক আছে।
এর আগে গত (৩০ এপ্রিল) রাতে বন্দর থানার একরামপুর এলাকা থেকে যুবলীগ নেতা উজ্জলকে ও বৃহস্পতিবার (১লা মে) সন্ধ্যা সাড়ে ৬টায় একই থানার সোনাকান্দাস্থ বিস্কুট কারখানার ভিতরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি সত্যতা স্বিকার করে বলেন, আওয়ামীলীগ নেতা আবেদ হোসেন থানা হাজতে আটক আছে। আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।