নিজস্ব প্রতিনিধি: বন্দরে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন রাজু আহমেদ (৩৫) নামের বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতা।
বুধবার (২১ জুন ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অফিসের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর শুক্রবার (২৩ জুন ) সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ রাজু আহমেদ বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সদস্য ও বন্দর থানা যুবলীগ নেতা।
মোঃ রাজু আহমেদ নাসিক ২২নং ওয়ার্ডের নুরবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘ দিন বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সদস্য ও বন্দর থানা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। এই ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ (জিডি) ডায়েরি করেছে তাঁর বাবা। যার জিডি নং-৯০৭।
নুরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অফিসের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তার সন্ধান না পেয়ে শুক্রবার রাতে বন্দর থানায় নিখোঁজ (জিডি) ডায়েরি করেন।
তার পরিবার জানায়, রাজুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল কিন্তু সবকটি মামলায় তিনি জামিনে রয়েছেন।