বন্দর নারায়ণগঞ্জ প্রতিনিধি: বন্দর চৌধুরীবাড়ী টু চিনারদী লাইনের অটো চালক আলী মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন অটো স্ট্যান্ডে বন্দর চৌধুরীবাড়ী টু চিনারদী লাইনের অটো চালকদের আয়োজনে এই দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
বন্দর চৌধুরীবাড়ী টু চিনারদী অটো স্ট্যান্ডের সভাপতি অজিত দাসের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন ডালিম, সিএনজি শ্রমিক কমিটির উপদেষ্টা মাসুদ রানা রনি, মেহেদী, আবু সুফিয়ান, সিএনজি শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ন কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন, হাসান সামিউজ্জামান সৈকত, বাবু সিকদার,মোঃ মেহেদী, মো: রনি,মোঃ দুলাল,মো: জাকির,মো:জাফর,মো:রুবেল, সজিব, আরিফ, রাসেল সহ বন্দর চৌধুরীবাড়ী টু চিনারদী অটো স্ট্যান্ডের চালকরা।
অটো চালক আলী মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং বিএনপির চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এডভোকেট আবুল কালাম ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বন্দর ১নং খেয়াঘাট বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদের ঈমাম আবু সুফিয়ান আল কাদেরী।
পরে দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।