নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্ত্তৃক সমূহের বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছ।
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বন্দর বাজারে কদমরসূল অঞ্চলের করদাতাদের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তাৃরা বলেন, আমরা বন্দরবাসী সব সময় অবেহিলিত কারণ হলো বন্দরে ১৯নং ওয়ার্ড থেকে ২৭নং ওয়ার্ড পযর্ন্ত ৯টি ওয়ার্ড শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে অবস্থিত। তার ধারাবাহিকতায় আগের চাইতে দ্বি-গুন হোল্ডিং ট্যাক্স দেওয়া হয়েছে। আমরা বন্দরবাসী মেয়র মহোদয়ের কাছে গত এক সপ্তাহ আগে এই ব্যাপারে কথা বলার জন্য গেলেও আমাদের সাথে কথা বলবো, তো দূরে কথা, দেখা পযর্ন্ত করে নাই। আমরা তখন ফিরে আসি ওখান থেকে ওনি আমাদের তোয়াক্কা না করে ভুলে গেছে। যখন আমাদের বন্দরের ভোটে ওনি মেয়র চেয়ার বসেছে এরই প্রতিদান আজকে আমাদের দিতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, ১৯নং ওয়ার্ড থেকে ২৭ নং ওয়ার্ড পযর্ন্ত ৯টি ওয়ার্ড শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে অবস্থিত হলে ও নারায়ণগঞ্জের সদর এবং সিদ্দিরগঞ্জ এক একটি বাড়ি করার জায়গা ও খালি নেই। নারায়ণগঞ্জে যে হারে ভাড়া পায় তাদের দিয়ে এর চাইতে বেশি ট্যাক্স দেওয়া সম্ভব, আর আমাদের বন্দরে নাই কোন ড্রেন ব্যাবস্থা একটু বিষ্টি হলে হাটু পানি হয়ে যায়। আর আমরা যারা। আর আমরা যারা বাড়ি করছি কতই বা ভাড়া পাই না হলে ৫ থেকে ৮ হাজার টাকায়, তাই আমাদের পক্ষে এই দ্বি-গুন হোল্ডিং ট্যাক্স দেওয়া সম্ভব না তাই আমরা বন্দরবাসী একটাই দাবি এই বর্ধিত ট্যাক্স প্রত্যাহার করতে হবে, যদি না করা বৃহত্তম কর্মসূচি দিয়ে আপনার অফিস ঘেরাও করবো। প্রতিবাদ সভায় ইউসুব আলীর সভাপতিত্বে ও এড: তপনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, মোঃ মোজাম্মেল হক, দুলাল আহম্মদ রূপালী, মোঃ সালাউদ্দিন মিয়া জাতীয় পার্টির নেতা শাহ আলম, ইঞ্জিনিয়ার সালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন নূর মোঃ খাঁন, আলী আশরাফ, নজরূল ইসলাম, খোকন মিয়া সহ,২৪, ওয়ার্ডের খলিলুর রহমান ১৯/২৭নং ওয়ার্ডের ব্যাক্তিবর্গরা।