নাসিক ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম বাবুর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করেছে- র্যাব-১১।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ র্যাব-১১ একটি দল নাসিক ২৩নং ওয়ার্ডের সিএনডি গেইট চক এলাকা হতে এসব ফেন্সিডিল উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিক ২৩নং ওয়ার্ডের সিএসডি গেইট চক এলাকায় বাবুর বাড়িতে নারায়ণগঞ্জ র্যাব-১১ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পরে বাবুর বাড়ির নিজ আঙিনা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করে। এসময় র্যাব কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত ফেন্সিডিল দুটি কাটুনের ভিতরে ভরে নিয়ে যায়। কত পিছ হবে তা জানাযায়নি।
এবিষয়ে নাসিক ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম বাবুর জানান, আমি এসব বিষয়ে কিছু জানি না, মিটিং এ ছিলাম। পরে খবর পেয়ে বাড়িতে এসেছি।