নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২০ জুলাই) বিকেলে বক্তারকান্দি এলাকায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং প্রতিরোধে স্থানীয়দের সাথে মতবিনিময় আয়োজন করা হয়।
বিট পুলিশিং সভায় খন্দকার আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক।
এসময প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, মাদক সহ সকল অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সকল শ্রেনী পেশার মানুষদের এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল অপরাধ নির্মূল হয়ে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা হবে বলে তিনি মনে করেন।
বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন, মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, খন্দকার বাছেদ চাঁন, খন্দকার মনির হোসেন, হাজী রিপন, সাংবাদিক সুমন, এএসআই রিপন, মঞ্জুর মোর্শেদ সুমন , উজ্জ্বল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিট পুলিশিং সভায় সার্বিক তত্বাবধানে ছিলেন বিট কর্মকর্তা এসআই মেরাজূল ইসলাম সোহাগ।