বন্দর প্রতিনিধি: বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের রোববার (৫ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (৪রা জানুয়ারি) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার সোনাকান্দা এলাকার মৃত আলিস মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইমরান মিয়া (৩৩) বন্দর ঝউতলা এলাকার বাবুল মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মেরাজ (২৮) ও স্বল্পেরচক এলাকার মৃত আক্তার হোসেন মিয়ার ছেলে বন্দর থানার দায়েরকৃত ৮(৯)২৪ নং মারামারি মামলার আসামী আরিফ ওরফে টাকলা আরিফ (৩৮)।