ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার (২ সেপ্টেম্বর) রাতে ও রোববার (৩ সেপ্টেম্বর) সকালে বন্দরে বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার উত্তর বেপারীপাড়া এলাকার কালাম মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী উজ্জল (২৯) চর ঘারমোড়া এলাকার মিরাজ মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বাপ্পী (৪০) ও বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার মৃত হাজী আব্দুল কাদির মিয়া ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল মকতাদিক অনিক (৩২)।