বন্দর প্রতিনিধি: বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার একরামপুর সুইপার কলোনী এলাকার মৃত ছুটু লাল দাসের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আহম্মেদ হোসেন কালা (২৫) ঘারমোড়া এলাকার জাবেদ আলী মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সৌরভ (৩০) কল্যান্দী নয়ানগর এলাকার আ: সাত্তার মিয়ার ছেলে সালাউদ্দিন (৫৫)। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১২ জানুয়ারী) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১১ জানুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।