বন্দর প্রতিনিধি: বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার (২১এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (২০ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার আহসান উল্ল্যাহ মিয়ার ছেলে বন্দর থানার মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হায়দার আলী (৫৫) একই থানার মদনগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত ফজলুল হক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আল আমিন ওরফে দাঁত ভাঙ্গা আল আমিন (৩৫) ও জাঙ্গাল এলাকার মৃত জিন্নত আলী মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী হাজী আব্দুল বাতেন (৫৬)।