বন্দরে বীর মুক্তিযোদ্ধা সানাউল্যাহ সানু(৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার ৪ মে দুপুর ২টার দিকে মসজিদের সামনে অযুরত অবস্থায় ষ্টোক করে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি দীর্ঘদিন ধরে হার্ডের নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বাদ আছর বন্দর রেলি আবাসিক এলাকাস্থ শাহসিরাজ জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম নামাজের জানাজা ও বাদ মাগরিব কল্যান্দি কবরস্থানের সামনে ২য় জানাজা শেষে ওখানেই তার মরদেহ সমাহিত করা হয়।
এর আগে বন্দর ফায়ার সার্ভিসের সামনে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বন্দর থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলামের সহায়তায় পুলিশের একটি চৌকস টিম বীরমুক্তিযোদ্ধা সানাউল্যাহ সানুর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। পরে বীরমুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বন্দর উপজেলা প্রশাসন ও বন্দর মুক্তিযোদ্ধা কমান্ডের বীর সৈনিকরা।
মরহুমার নামাজের জানাজায় অংশ নেন বন্দর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার কাজী নাসির,বন্দর পৌর ককমান্ডার জব্বর সরদার,বন্দর ইউপি কমান্ডার আব্দুল আজিজ,কলাগাছিয়া ইউনিয়ন কমান্ডার আলী আক্কাস মীর,বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার প্রমূখ।