বন্দর প্রতিনিধিঃ বন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ড সিটি পার্ক পরিদর্শন ও বৃক্ষরোপণ করেছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভি।
বুধবার ৭ ডিসেম্বর বিকেলে বন্দর থানাধীন মদনগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন নির্মাণাধীন এ পার্ক প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেন মেয়র।
নির্মিত এ পার্কের ঠিকাদারী প্রতিষ্ঠান আসিফ এন্টারপ্রাইজ এর ত্বাবধানে প্রায় ৩কোটি ৬৯লক্ষ টাকা ব্যয়ে ৬ একর জমিতে নির্মিত হচ্ছে । যার তত্বাবধানে থাকবে ওরা এগারো জন নামের একটি সংগঠন।মেয়র আইভী পার্ক পরিদর্শণকালে উপস্থিত ছিলেন নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোকলেছুর রহমান চৌধুরী, সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর,নুরে আলম, মোঃ সাগর,মোঃ হানিফ,মোঃ রফিক, মোঃ ইসমাইল, রিয়াজ আহমেদ,মোঃ আসলাম, মোরশেদ, সায়েল প্রমূখ।