নারায়ণগঞ্জ আপডেট: বন্দরে যখন চরম গ্যাস সংকট, তখনও থেমে নেই অবৈধ গ্যাস সংযোগ দেয়ার কাজ। তবে এবার খোদ সাবেক ব্যাংক কর্মকর্তা সিকদারের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) ভোরে নাসিক ২৩ নম্বর ওয়াডর্স্থ চিতাশাল এলাকায় ব্যাংক কর্মকর্তার নির্মাণাধীন বাড়িতে এমন ঘটনা ঘটেছে।
অভিযোগ রয়েছে, ব্যাংক কর্মকর্তার সঙ্গে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কিছু কর্মকর্তাও জড়িত।
অবৈধ গ্যাস সংযোগ নেয়ার বিষয়ে জানতে চেয়ে ব্যাংক কর্মকর্তা সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আমার লাইনটি বৈধ, আমি ৪/৫ বছর আগে সংযোগ নিয়েছিলাম। বৈধ কাগজের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান আমি তিতাসের লোকদের সাথে কথা বলবো, আমার সংযোগের বিষয় তিতাস কর্মকর্তারা জানেন।
স্থানীয় এলাকাবাসী জানান, আমাদের এখানেই ঠিক মত গ্যাস থাকেনা, প্রতিমাসেই বিল দিতে হয়। এর মধ্যেই আবার রাতের আধারে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে একটি সিন্ডিকেট। তাদের সঙ্গে তিতাসের কর্মকর্তারাও জড়িত রয়েছে বলে জানান। শুক্রবার ভোরেও ব্যাংক কর্মকর্তার বাড়িতে মনির অবৈধ গ্যাস সংযোগ টানেন।
অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে মনির জানান, আমি ব্যাংক কর্মকর্তা সিকদারের বাড়ির মিস্ত্রির কাজ করি। আমি কেন গ্যাস সংযোগ দিবো, মনির নামে হয়তো অন্য কেউ আছে।