নারায়ণগঞ্জ বন্দরে মাদক মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আবুল খায়ের (৩৫)’কে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী আবুল খায়ের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের কুইচ্চামোড়া এলাকার জনৈক আবু সাহেদ মিয়ার বাড়ী ভাড়াটিয়া ও একই এলাকার মৃত নুরুল ইসলাম কারী মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১১ মার্চ) রাতে বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের কুইচ্চামোড়া এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে ওই সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। থানা সূত্রে জানাগেছে, কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলামসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে ৬ মাসের সাঁজা ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।