নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যার পূর্বপাড়ে উৎকোচে চেয়ে বৈধ মালিকানাধীন ক্রয়কৃত সম্পত্তি বারবার উচ্ছেদ অভিযানের নামে হুমকির অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বুধবার ১০ মে বেলা ১১ টার দিকে বন্দর ঘাট সংলগ্ন নদীপাড়ে মানববন্ধন ও উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছেন স্থানীয় হাজারো এলাকাবাসী। এসময় বন্দর রূপালী, আমিন ও র্যালি ও লেজার্সার আবাসিক এলাকার বাড়িওয়ালাসহ স্থানীয় শতশত পুরুষ উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বন্দর খেয়াঘাট সংলগ্ন দোকানপাট ও বাড়িঘর সহ কয়েক হাজার মানুষের বসবাস এই এলাকায়।
তারা জানান শীতলক্ষ্যার পূর্বপাড়ে চৈত্র মাসে নদীর মাঝখান থেকে মেপে ৫০ মিটার পর্যন্ত নদীর জায়গা বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ এর কর্তৃপক্ষ ।
আমরা তাদের মাপ থেকেও আরও ২০০ গজ পর থেকে পাট মন্ত্রণালয় থেকে নিজস্ব ক্রয়কৃত সম্পত্তির মধ্যে আমাদের বাড়িঘর ও দোকানপাট স্থাপনা তৈরি করেছি। কিন্তু বারবার উচ্ছেদ অভিযানের নামে উৎকোচ চাচ্ছেন বিআইডব্লিউটি এর অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা।
তাদের বিরুদ্ধে আমিন আবাসিক, রূপালী, লেজারার্স আবাসিক এলাকার এখন অতিষ্ট হয়ে এই মানববন্ধন করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী ।
এ সময় আন্দোলনরত বাড়িওয়ালারা দোকান মালিক ও সাধারণ জনগণ বিআইডব্লিউটি এ কর্তৃপক্ষ ও পুলিশের উপর চওড়া হলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মো.আলী আক্কাস ও দোকান মালিক কমিটির পক্ষে মোহাম্মদ কবির হোসেনের নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
পরে বাংলাদেশ অভ্যন্তরীক নৌপরিবহনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এর নিকট জমির মালিক, বাড়িওয়ালারা ও দোকান মালিকগণ যার যার কাগজপত্র নিয়ে দেখালে তিনি জানান, আমরা এখন আপনাদের কোন মালামালের উপর হাত দেব না, তবে নদীর বিন্দু পরিমান জায়গ ছাড় দেবো না। আমরা দখলমুক্ত করবোই করবো, এতে যারা বাধা দিবে তাদের প্রতি আইনের ব্যবস্থা নেওয়া হবে।