বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরের উত্তর অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও মাদকের গডফাদার শাহ নেওয়াজ সহ তার বাহিনীকে অতিবিলম্বে গ্রেফতার ও ক্রস ফায়ারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নাসিক ২৪নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া ভূমি অফিস সংলগ্ন এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নাসিক ২৪নং ওয়ার্ড বিএনপি নেতা জাবেদ হোসেন এর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেব দলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাঈদ সানির সঞ্চালনায় উপস্থিত ছিলেন দেউলী এলাকার মো: টুকুন, মো: রিদয়, নিলয়, পিয়াস, সাঈদ, মো: মনির, শাহ আলম সহ স্থানীয় এলাকার ব্যাক্তিবর্গরা।
মানববন্ধনে আওয়ামী দোসর উত্তর অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী, ভুমিদস্যু ও মাদকের গডফাদার শাহ নেওয়াজকে অতিবিলম্বে গ্রেফতার ও ক্রস ফায়ারের দাবী জানিয়ে বক্তরা বলেন, শাহ নেওয়াজ বিএনপির কেউ না, তিনি আওয়ামী দোসরদের সাথে মিলে সরকারি জায়গা মানুষের জমি দখল করে দীর্ঘ ১৭ বছর যাবৎ সম্পত্তির পাহাড় গড়ে তোলে। যত নেশাখোর, মাদক ব্যবসায়ীদের দিয়ে সিন্ডিকেট করে অপকর্ম করে যাচ্ছে।
বক্তরা আরও বলেন, শাহ নেওয়াজ আওয়ামী সরকারের সাথে আতাত করে সন্ত্রাসী, চাঁদাবাজি ও লুটপাট সহ মানুষের উপর জোর যুলুম করেছে। ৫ আগস্টের পর যার বহিপ্রকাশ হামলার মাধ্যমে তিনি এলাকাবাসীকে দেখিয়েছে। শাহ নেওয়াজ ২০০৪ সালে ক্রয় ফায়ারের আসামী ছিল, অস্ত্র মামলা, ছিনতাই মামলাও তিনি জেলে ছিল। আমরা আগে যেমন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে স্বেচ্চার ছিলাম সামনেও থাকবো। তাই আমরা বলতে চাই শাহ নেওয়াজ সহ তার বাহিনীকে অতিবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় আরোও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।