বন্দর প্রতিনিধি // বন্দর উপজেলা সাংবাদিক কল্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইমরান মৃধার পিতা মরহুম হাবিবুর রহমান মৃধার ৪র্থ মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ ডিসেম্বর) এ উপলক্ষে বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়িস্থ মরহুমের বাস ভবনে সকালে কোরআন খতম, বাদ জুম্মা মসজিদ ও মরহুমের বাড়িতে মিলাদ মাহফিল এবং দোয়া শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।বাদ জুম্মা মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আল-আমীন।উল্লেখ্য, গত ৪ বছর পূর্বে ২৩ ডিসেম্বর রাত সোয়া ৮ টায় সাংবাদিক ইমরান মৃধার পিতা মরহুম হাবিবুর রহমান মৃধা না ফেরার দেশে পাড়ি জমায়।শুক্রবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার প্রার্থনা করেছেন।