বন্দর প্রতিনিধি: বন্দরে হযরত ইন্নত আলী শাহ’র মাজার জিয়ারত করলেন নারায়ণগঞ্জের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।
শুক্রবার (১৬ মে) বেলা ১২ টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় অবস্থিত হযরত ইন্নত আলী শাহ’র মাজার জিয়ারত করেন তিনি।
হযরত ইন্নত আলী শাহ’র মাজারে জাকির খান কিছুক্ষণ দোয়া-দরুদ পড়েন এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন মোনাজাত পরিচালনা করা হয়।
এদিকে নারায়ণগঞ্জের জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে বরণ করে নিতে শতশত সমর্থকরা সকাল ১০ টা থেকে ফুলেল মালা ও গাড়িবহর নিয়ে হযরত ইন্নত আলী শাহ’র মাজার থেকে শুরু করে শীতলক্ষ্যা সেতু পর্যন্ত বিএনপির সহ অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে জাকির খানকে শীতলক্ষ্যা সেতু থেকে ফুল দিয়ে বরণ করে গাড়িবহর নিয়ে হযরত ইন্নত আলী শাহ’র মাজারে আসেন তিনি। এ সময় স্থানীয় এলাকাবাসী ও কর্মী সমর্থকদের ভালোবাসায় সিক্ত হোন তিনি।
জাকির খান বলেন, আমি বন্দর কলাগাছিয়া ইউনিয়নর হযরত ইন্নত শাহ মাজার শরিফ জিয়ারত করার জন্য এসেছি কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি এতো মানুষ আমাকে ভালবাসে।
তিনি আরো বলেন সত্যি আমি আনন্দিত তাদের ভালবাসা দেখে। আপনারা দোয়া করবেন রাস্ট্র নায়ক তারেক রহমান এর নির্দেশনায় ও জিয়ার আদর্শ বুকে নিয়ে সব সময় মানুষের কল্যাণে কাজ করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবি দলের সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির, জেলা প্রজন্ম দলের সভাপতি সলিমুল্লাহ করিম সেলিম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, সৌরি আবর দাম্মাম বিএনপির আহ্বায়ক কাশেম মাহমুদ, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।