বন্দর প্রতিনিধি: বন্দরে বিশেষ অভিযানে ৯ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে বন্দর ফাঁড়ী পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার বাবু মিয়ার ছেলে মান্না (১৮) ও বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী এলাকার হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে চিহৃিত মাদক ব্যবসায়ী রিপন (২৫)। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে বন্দর থানায় রুজুকৃত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (২৪ জানুয়ারী) রাত পৌনে ১১টায় বন্দর উপজেলার কুশিয়ারাস্থ ধৃত মাদক ব্যবসায়ী মান্না টিনসেড বিল্ডিং ঘরে তল্লাশী চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। হেরোইন উদ্ধারের ঘটনায় বন্দর পুলিশ ফাঁড়ী উপ- পরিদর্শক শামীম আল মামুন বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৯(১)২৪। থানা সূত্রে জানাগেছে, ধৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে বন্দরে কুশিয়ারা, একরামপুর, ইস্পাহানীসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা, হেরোইন ও গাঁজা রমরমা ব্যবসা চালিয়ে আমছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।