নারায়ণগঞ্জ আপডেট : নারায়ণগঞ্জের বন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ জাহিদুল (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ মার্চ) ভোর ৬ টার দিকে মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে ওই মাদক কারবারিকে আটক করে বন্দর থানা পুলিশ।
আটক জাহিদুল রংপুর জেলার মিঠাইপুকুর থানার পাহাড়পুর এলাকার মৃত বিল্লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট বসিয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার’খ’সার্কেল শেখ বিল্লাল হোসেনের সার্বিক দিক নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এসআই সাইফুল আলম পাটোয়ারী মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই মোঃ শওকত আলী, এসআই মিজানুর রহমান, এএসআই দ্বীন ইসলাম, এএসআই ফোরহাদ মিয়া সংগীয় সদস্যরা কালো কাপরের ব্যাগে থাকা ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।