বন্দর প্রতিনিধি : বন্দরে পৃথক চেক ডিজনার মামলার সাঁজাপ্রাপ্ত ২ আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধস্থ দৌলতপুর এলাকার সামছুল আলম মিয়ার ছেলে চেক ডিজনার মামলার ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মামুনুর রশিদ (৩৭) বন্দর উপজেলার খোচেরছড়া এলাকার কবির হোসেন মিয়ার স্ত্রী চেক ডিজনার মামলার ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী হেনা আক্তার (৪৫) বন্দর কলাবাগ এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইয়াছিন (৬০) বন্দর সালেনগর এলাকার শফিউদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাহিদুল ইসলাম রাতুল (২৮) সোনাকান্দা এলাকার মৃত আলীম বেপারী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইমরান (৩৭) ও মদনগঞ্জ লক্ষারচর এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল বাতেন (৪২)। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৩ মার্চ) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১২ মার্চ) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। থানা সূত্ৰে জানা গেছে, কামতাল তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলামসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে চেক ডিজনার মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। এদিকে বন্দর থানার এসআই শওকত আলীসহ সঙ্গীয় র্ফোস খোচেরছড়া এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেন মিয়ার স্ত্রী অপর চেক ডিজনার মামলার ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী হেনা আক্তারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও বন্দর থানার এএসআই লাভলু ও এএসআই জাহিদসহ সঙ্গীয় র্ফোস থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদেট গ্রেপ্তার করতে সক্ষম হয়।