বন্দর প্রতিনিধি : বন্দর উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান এবং মুছাপুর ইউনিয়ন পরিষদ থেকে ৩ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৫ আসনে (সদর-বন্দর) সংসদ সদস্য পদপ্রার্থী ‘আলহাজ্ব মাকসুদ হোসেন’ অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার হয়েছেন।
বুধবার ৫ মার্চ দিবাগত রাত ২.৩০ মিনিটের দিকে মাকসুদ চেয়ারম্যান তার নিজ বাড়ি থেকে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে আটক হন।
মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ ৫ আসনের পলাতক সাবেক এমপি এ কে এম সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। সেই সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পদের দায়িত্বে ছিলেন। এবং সেই সুবাদে পরপর দু’বার তিনি মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে ৫ ই আগস্টের আগে নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সেই ওসমান পরিবার ও সেলিম ওসমানের বিরুদ্ধে গিয়ে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীদের কে পরাজিত করে বিপুল ভোটে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়ী হন।