নারায়ণগঞ্জ আপডেট :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন(আনারস) প্রতিকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৯ হাজার ৮শ’ ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম, এ রশীদ ( দোয়াত কলম) প্রতিকে পেয়েছেন ১৪ হাজার ৮’শ ৩৮ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আলমগীর হোসেন (মাইক) প্রতিক নিয়ে ১৭ হাজার ৬’শ ৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী সানাউল্লাহ সানু ( উড়োজাহাজ) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৭ হাজার ১ ভোট। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছালিমা হোসেন শান্তা (ফুটবল) প্রতিক নিয়ে ২৯ হাজার ৪’শ ৫৬ ভোট পেয়বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী এড: মাহামুদা আক্তার ( কলস) প্রতিকে ভোট পেয়েছে ২৬ হাজার ২’শ ৮৪ ভোট। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ বুধবার রাতে বন্দর উপজেলা মিলনায়তনে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।