বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক সোজা সাপটা পত্রিকার বন্দর প্রতিনিধি মোঃ শরীফুল ইসলামের জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) রাত ৯ টায় বন্দর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে তাঁর জন্মদিন পালন করেন সাংবাদিকরা।
জন্মদিনের কেককাটা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি. কে. রাসেল, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন ডালিম, অর্থ সম্পাদক অজিত দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রিমন, কার্যকরি সদস্য শামীম ইসলাম ও বন্দর মডেল প্রেসক্লাবের সদস্য সচিব মান্নান খান বাদল।