বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিপন প্রধানের বিরুদ্ধে ২০ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগ উঠেছে।
এঘটনায় নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রতারণার মামলাটি দায়ের করেছেন দেউলী চৌরাপাড়া এলাকার আশাবুদ্দিন।
মামলার বাদী আশাবুদ্দিন জানান, ২০২৩ সালে ব্যবসায়ী প্রয়োজনে ২৫ লাখ টাকা হাওলাদ নেন শিপন প্রধান। পরবর্তী পাওনা টাকা ফেরত চাইতে ২৭/৩/২০২৩ তারিখে শাহ জালাল ইসলামি ব্যাংক লিমিটেড সকল শাখায় পরিশোধ যোগ্য একটি ২০ লাখ টাকার চেক প্রদান করেন। পরবর্তী ২৮তারিখে চেকটি নগদায়নের জন্য ফতুল্লা শিবু মার্কেট শাখায় ব্যাংকে চেক জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ নগদায়ন না করে একাউন্টটি ক্লোজ করে দিয়েছে। যার কারণে ৩০ তারিখে ব্যাংক কর্তৃক চেকটি ডিজঅনার করি।
তিনি আরও জানান, চেক ডিজঅনার বিষয়টি জানিয়ে ১৩ তারিখে এ/ডি সহ রেজিষ্ট্রিকৃত ডাক যোগে লিগ্যাল নোটিশ প্রেরণ করে বিষয়টি শিপনকে অবগত করি। এবং ২৪ তারিখে লিগ্যাল নোটিশ ফেরতের সময় থাকলেও তিনি কোন যোগাযোগ করেনি এবং শিপন প্রধান কোন টাকা ফেরত না দেওয়ায় ২৮ তারিখে নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চেক জালিয়াতির মামলাটি করেন।