নারায়ণগঞ্জ আপডেট :
তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয়ে বন্দরের নবীগঞ্জ কদমরসূল এলাকায় বিভিন্ন বাড়িতে চাঁদাবাজির অভিযোগে বাদশা ও সজল নামের দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার (৯ মার্চ) দুপুরে নবীগঞ্জ কদমরসূল এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত বাদশা ও সজিব নারায়ণগঞ্জ খানপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বাদশা ও সজিব তাদের একটু সিন্ডিকেট বেশ কিছুদিন যাবত নবীগঞ্জ কদমরসূল এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে তিতাস গ্যাসের কর্মকর্তা পরিচয়ে বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলে দেখতেন। এরপর ওইসব বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভয় দেখিয়ে বিচ্ছিন্ন করার
হুমকি দিয়ে টাকা দাবী করতেন। পরবর্তীতে সন্দেহ হলে তাদের পরিচয় জানতে চান স্থানীয়রা। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী গণপিটুনি দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করেন।