বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ও সেকেন্ড অফিসারসহ আরও ২ এএসআইসহ ৪ জনকে বদলি করা হয়েছে। ওসি গোলাম মোস্তফাকে চট্রগ্রাম রেঞ্জে ও সেকেন্ড অফিসার এসআই সাইফুল ইসলাম পাটোয়ারীকে কুড়িগ্রাম ও এএসআই দ্বীন ইসলাম ও এএসআই ইকবালকে বদলি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার থেকে এ বদলি আদেশ দেয়া হয়।
ওসিসহ ৪ জন অফিসারের বদলি বিষয়টি জানান বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু বকর ছিদ্দিক।
জানা গেছে, গত ১৮ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারি শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়িতে আগুন দেয়। পরদিন ১৯ জুলাই রাতে ধামগড় পুলিশ ফাঁড়িসহ দুইটি পুলিশ বক্স ভাংচুরের ঘটনায় পুলিশের দায়েরকৃত দুইটি মামলায় সাংবাদিক, আওয়ামী লীগ-জাতীয় পার্টির নেতাকর্মী, ব্যবসায়ী, উপজেলা চেয়ারম্যান ও ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী একাধিক সাধারণ মানুষকে আসামি করা হয়েছে।
পুলিশের দায়েরকৃত বন্দর থানার ৩১ ও ৩২ নং পৃথক দুটি মামলায় উপজেলা জুড়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।