বন্যাদুর্গতদের সহায়তায় দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নগদ অর্থ( ৫ লক্ষ টাকা ) তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউছার আশা ভাই।
বুধবার ( ৪ সেপ্টেম্বর) দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নগদ অর্থ তুৃলে দেন।
এসময় তার সাথে ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক পাপ্পু, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দর্পন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিসান হোসেন,বন্দর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আলতাব, আনোয়ার হোসেন, নুর ইসলাম, আকাশ আহমেদ বাশির, ২৩নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি তন্ময়, সাধারণ সম্পাদক আফজাল সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
আবুল কাউছার আশা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে দলের ত্রান তহবিলে নগদ অর্থ জমা দিয়েছেন।