বাংলাদেশ হকি ফেডারেশনের কার্য নির্বাহী কমিটির নির্বাচনে (২০২৩) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ।
মঙ্গলবার (১২ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা এস এম কবিরুল হাসান স্বাক্ষরিত ঐ পত্রে জানানো হয়, বাংলাদেশ হকি ফেডারেশন কার্য নির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ সম্পন্নের লক্ষ্যে নির্বাচনী তফসিল অনুযায়ী সহ-সভাপতি পদে ৫টি, সাধারণ সম্পাদক পদে ১টি, যুগ্ম সম্পাদক পদে ২টি, কোষাধক্ষ্য পদে ১টি এবং সদস্য পদে ১৯টিসহ মোট ২৮টি মনোনয়নপত্র পাওয়া যায়। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর কোন পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকলকে স্ব স্ব পদে নির্বাচিত ঘোষণা করা হয়।
এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজু আহমেদ বলেন, এই সম্মানের জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মান নারায়ণগঞ্জবাসীর। আমি একই সাথে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটুর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন, নারায়ণগঞ্জে হকির এক সময় সুদিন ছিল। আমাদের অগ্রজ প্রতীম মরহুম খাজা রহমত উল্লাহ ভাই ছিলেন হকিতে আমাদের আইডল। জাতীয় দলে নারায়ণগঞ্জের অনেকে খেলেছেন, বিপ্লব দা, জামিল, মনির, সোহেল, কোরবান, মোস্তফা ভাইদের মত নারায়ণগঞ্জের বহু হকি খেলোয়াড়রা এক সময় ঢাকার নামকরা ক্লাবগুলোতে খেলেছেন, মাঠ কাপিয়েছেন। আমি নিজেও নারায়ণগঞ্জ জেলা হকি দলে এক সময় অন্তর্ভুক্ত হয়েছিলাম, পরবর্তীতে জেলা হকি দলের ম্যানেজার ছিলাম। বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান নির্বাচিত কমিটি অতীতের যেকোন কমিটির তুলনায় অত্যন্ত শক্তিশালী ও হকিকে ভালোবাসেন যারা তারাই এসেছেন। আমি আশা রাখি হকি ফেডারেশন ও নারায়ণগঞ্জ জেলা ত্রীড়া সংস্থার যৌথ উদ্যোগেই নারায়ণগঞ্জে হকির সুদিন ফিরে আসবে ইনশাল্লাহ।
উল্লেখ্য, এশিয়ার অন্যতম সাবেক হকি তারকা মরহুম খাজা রহমত উল্লাহের (বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক) পর এই প্রথম নারায়ণগঞ্জের কেউ বাংলাদেশ হকি ফেডারেশনের কার্য নির্বাহী কমিটিতে নির্বাচিত হলেন।