স্টাফ রিপোর্টার: বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন মাসুদ রানা। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরের নগরীর সনাতন পাল লেইন হোসিয়ারী ক্লাব ভবনে নির্বাচন কমিশনের কাছ থেকে সাধারণ গ্রুপের পরিচালক পদে মাসুদ রানা মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় সাধারণ গ্রপের পরিচালক পদে মনোয়নপত্র সংগ্রহ করেন আবুল বাশার বাসেত ও এসোসিয়েট গ্রুপ পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইবনে মো.আল কাউসার।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ গ্রপের পরিচালক পদে প্রার্থী ফতেহ মো.রেজা রিপন, নাজমুল হক, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.এইচ.এম আনোয়ার প্রধান, আওলাদ হোসেন, দিদার খন্দকার সহ প্রমুখ।
উল্লেখ্য, ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোসিয়ারী ক্লাব ভবনে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হবে। ৩১ ডিসেম্বর থেকে ১জানুয়ারি দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা হবে এবং ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে। ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে এবং ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোসিয়ারী কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ চলবে।