নানা আয়োজনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
সোমবার (১৭ জুলাই) সকালে স্থানীয় মৃধা অলংকার প্লাজায় সেলিম জুয়েলারী মার্কেট ও মিনা বাজার টানবাজারের মেইন রোডে বেলুন ও পায়রা উরিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেস, বাজুস’র সহ সভাপতি হাজী মো. শহিদুল্লাহ, সহ সভাপতি হাজী আমির হোসেন, সহ সভাপতি হাজী সাক্তার খন্দকার, কোষাধ্যক্ষ হাজী ফারুকুল ইসলাম, অভিজিৎ রায়, আসাদুজ্জামান, নাসির উদ্দিন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং বাদ্য-বাজনা বাজিয়ে শহরে বিভিন্ন স্থানে র্যালী বের করা হয়।