স্টাফ রিপোর্টার :
বিআইডব্লিউটিএ এর ২০২৫-২০২৬ অর্থ বছরের নদী বন্দর নিয়ন্ত্রনাধীন ঘাট ও শুল্ক আদায় পয়েন্ট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে বিআইডব্লিউটিএ এর কার্যালয়ে এ ইজারা সম্পন্ন হয়।
এসময় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য কয়লাঘাট ফেরীঘাট ও শুল্ক আদায় পয়েন্টের দরপত্র উন্মুক্ত করা হয়। যেখানে প্রথম দফায় দুইজনের দরপত্র জমা পরে, এর মধ্যে সদর থানাধীন সৈয়দপুরের বাসিন্দা ইবনে মোঃ আল কাওছার ১৭ লক্ষ টাকার দরপত্র জমা দেন। ঐ দিন বিকেল সাড়ে চার টার সময় উপস্থিত বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা দরপত্র খোলার পরে তাকে মৌখিকভাবে জানান তিনি অত্র ইজারাটি সর্বোচ্চ দরদাতা হিসেবে পেয়েছেন। সে সময় ইজারা পাওয়ার লিখিত কাগজটি চাইলে তিনি তাকে এক ঘন্টা পর যোগাযোগ করতে বলেন। কিন্তু এক ঘন্টা পর লিখিত কাগজ চাইলে উপস্থিত কর্মকর্তা তাকে জানান, ইজারা তিনি পাননি, এটা অন্য কেউ পেয়েছে। প্রথমে নাম ঘোষনার পরে ১ ঘন্টার পর নাম পাল্টে যাওয়ার অভিযোগ করেন কাওসার।
তাই দরপত্র পাওয়ার জন্য তিনি বিআইডব্লিউটিএ এর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের নিকট একটি লিখিত দরখাস্ত দিবেন বলে জানিয়েছেন।