ফতুল্লা সংবাদদাতা: ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে আগুন ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য এম মজিবুব রহমান ও জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার রেজা হিমেলের নেতৃত্বে প্রতিরোধ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার সস্তাপুর থেকে প্রতিরোধ সমাবেশ করে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শিবু মার্কেট হয়ে নতুন কোর্ট ঘুরে মহাসড়ক প্রদক্ষিণ করে সস্তাপুর কমর আলী স্কুলের সামনে এসে মিছিলটি শেষ হয়।
এর আগে সকাল থেকেই ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য এম.মজিবুব রহমান ও জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার রেজা হিমেলের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংঘটনের কয়েক শতাধিক নেতাকর্মীদের নিয়ে বিএনপির আগুন সন্ত্রাসী ও নৈরাজ্য প্রতিরোধ গড়ে তুলতে সস্তাপুর এলাকায় অবস্থান নেন তারা।
এসময় ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য এম.মজিবুব রহমান বলেন,স্বাধীনতার পক্ষের শক্তি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ও মানুষের জানমাল রক্ষা করার জন্য আজকে আমরা বিএনপি জামাত-শিবির ও স্বাধীনতা বিরোধী অপশক্তি,সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে নেমেছি। যখনই তারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমরা মুজিব রনাঙ্গনের সৈনিকরা মাঠে অতন্দ্র প্রহরীর মত পাহাড়া দিবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুর রাজ্জাকসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী।