নগর প্রতিবেদক
বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডালসহ নিত্য পণ্য ও শিক্ষা সামগ্রীর মূল্যবৃদ্ধি প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানার নেতৃত্বে কর্মী নিয়ে যোগদান করেন।
শনিবার (১১ মার্চ) বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, এদিকে কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচিকে সফল করার লক্ষ্যে দুপুর থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানববন্ধনে যোগ দেন নেতাকর্মীরা।
মানববন্ধনে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা সহ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শাহালম মাস্টার, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি কামাল উদ্দিন জনি, প্রচার সম্পাদক দুলাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক নুরুল কাদির সোহাগ, নারায়ণগঞ্জ সদর থানার যুগ্ম আহ্বায়ক আব্দুল রশিদ, সদস্য দুলাল হোসেন, শাকিল, মেরিন কলেজের সাবেক (ভিপি) ও সেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, রিপন, লিংকন চৌধুরী প্রমূখ।